আনন্দনগরের কাজু বাদামের বাগান
আনন্দনগরে বোরো মালকা গ্রামে আনন্দনগর ফার্ম বিভাগের অধীনে কাজু বাগান তৈরী করা হয়৷ ২০১৭ সালে প্রায় আড়াই হাজার কাজু গাছ লাগানো হয়৷ বর্তমানে গাছগুলি ফলের উপযুক্ত হয়ে উঠেছে৷ আনন্দনগরে এরকম আরও তিনটি কাজু বাগান তৈরী হয়েছে৷
আনন্দনগরে বোরো মালকা গ্রামে আনন্দনগর ফার্ম বিভাগের অধীনে কাজু বাগান তৈরী করা হয়৷ ২০১৭ সালে প্রায় আড়াই হাজার কাজু গাছ লাগানো হয়৷ বর্তমানে গাছগুলি ফলের উপযুক্ত হয়ে উঠেছে৷ আনন্দনগরে এরকম আরও তিনটি কাজু বাগান তৈরী হয়েছে৷
লক ডাউন চলাকালীন আনন্দমার্গ প্রচারক সংঘের বিভিন্ন শাখার ও নারী কল্যাণ বিভাগের উদ্যোগে আনন্দনগর সংলগ্ণ গ্রামগুলিতে ব্যাপক ত্রাণকার্য করা হয়৷ লক ডাউনের বিপর্যস্ত মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হয়৷
গত ৭ই জুন মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয় আনন্দনগর সংলগ্ণ টাটুয়ারা গ্রামে৷ তিনঘন্টাব্যাপী কীর্ত্তনে মার্গী ভাইবোন ছাড়াও গ্রামের সাধারণ মানুষ যোগদান করেন৷ কীর্ত্তনশেষে নারায়ণসেবায় সকলকে আপ্যায়িত করা হয়৷
কৌষিকীতে অখণ্ড কীর্ত্তন ঃ গত ১৪ই জুন কৌষিকীতে তিনঘন্টাব্যাপী ‘বাবা নাম কেবলম্’ অখণ্ড কীর্ত্তন অনুষ্ঠিত হয়,কীর্ত্তন শেষে, কীর্ত্তন ও সাধনার উপকারীতা বিষয়ে বক্তব্য রাখেন আচার্য মোহনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দ সুমিতা আচার্যা৷
গত ২১শে জুন আনন্দনগরে বাবার স্মৃতিসৌধে তিনঘন্টাব্যাপী অখণ্ড ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷
গত ১২ই জুন আনন্দমার্গ শিশুসদনের কন্যা শ্রীমতি দীপিকা সরকার চিৎমু গ্রামের গগনদেব গরাই-এর সঙ্গে আনন্দমার্গ চর্র্যচর্য মতে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷
গত ১৬ই জুন ঝাড়গ্রাম জেলার বারগহিরা গ্রামের আশিষ মাহাতো ও অঞ্জলি মাহাতোর পুত্র অনুপম মাহাতো সঙ্গে কপিলদেব মাহাতো ও মিস্তারানী মাহাতোর কন্যা মহুয়া মাহাতোর- আনন্দমার্গ চর্র্যচর্য মতে বৈপ্লবিক বিবাহ অনুষ্ঠিত হয়৷
গত ২১শে জুন আনন্দনগর ফার্ম বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের হাতে আম, পিয়ারা প্রভৃতি দুশতাধিক ফলের চারাগাছ তুলে দেওয়া হয়৷
গত ২১শে জুন আন্তর্জাতিক যোগদিবস উপলক্ষ্যে আনন্দনগরের বিভিন্ন ইউনিটে যোগসাধনা, যোগাসন, তাণ্ডব, কৌশিকী, অনুশীলন করা হয় ও যোগ সাধনা ও যোগাসনের উপকারিতার ওপর আলোচনা করা হয়৷ মহিলা কল্যাণ বিভাগের উমা নিবাসে, হাইস্কুল, কৌশিকী সহ বিভিন্ন ইউনিটে যোগ আসন ও যোগ সাধনা অনুশীলন করা হয় ও যোগের তাৎপর্য ব্যাখ্যা করে বোঝানো হয়৷
গত ৯ই জুন আনন্দনগরে বিশিষ্টমার্গী শ্রী ঘনুরাম মাহাতো পরলোক গমন করেন৷ গত ১৫ই জুন মার্গের সমাজশাস্ত্রানুযায়ী তাঁর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ তিনঘন্টা অখণ্ড কীর্ত্তন শেষে মার্গের সমাজশাস্ত্রের গুরুত্ব বিষয় বক্তব্য রাখেন আচার্য নারায়নানন্দ অবধূত, আচার্য মোহনানন্দ অবধূত ও অবধূতিকা আনন্দসুমিতা আচার্যা৷ এরপর শ্রাদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
গত ২৪শে জুন সালগ্রাম নিবাসী বিশিষ্ট আনন্দমার্গী পরলোকগত মধুসূদন মাহাতোর শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় বিধিতে অনুষ্ঠিত হয়৷
গত ২২-২৮শে জুন জার্র্মনীর ব্রান্সউইগে আনন্দমার্গের আধ্যাত্মিক জীবনচর্র্চ ও দর্শনের ওপর একটি নিবিড় আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷ ওই কদিন মানবমুক্তির মহামন্ত্র ‘বাবা নাম কেবলম্’ কীর্ত্তনও অনুষ্ঠিত হয়৷ জার্র্মনী, ইতালি, ডেনমার্ক, সুইডেন, আইসল্যাণ্ড, স্পেন, পর্তুগালসহ বার্লিন সেক্টরে সবদেশেই মনোনশীল সাধকবৃন্দ আনন্দমার্গ দর্শন ও সাধনা পদ্ধতির ওপর গবেষণা করে চলেছেন৷ এইসব বিষয়ের ওপর নিয়মিত অনলাইন ক্লাসও চলছে৷ বার্লিন সেক্টরে সেক্টরিয়াল সচিব আচার্য প্রবুদ্ধানন্দ অবধূত অনুষ্ঠানগুলির পরিচালনা করছেন৷
‘আনন্দমার্গ প্রচারক সংঘ’ বার্লিন সেক্টর, জার্র্মনীর উদ্যোগে স্থানীয় ভিক্টোরিয়া পার্কে মহা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আন্তর্জাতিক যোগদিবস পালিত হল৷
২১জুন, কলকাতা ঃ কলকাতা ভুক্তি কমিটির উদ্যোগে ও আনন্দমার্গ ইউনিবার্র্সল রিলিফ টীম-মহিলা বিভাগ-এরপরিচালনায় পঞ্চান্নগ্রাম, চৌবাগা, নয়নপল্লীতে পঞ্চাশজন শিশুকে হরলিক্স এর প্যাকেট, বিসুকটের প্যাকেট, গুড়ো দুধ প্রভৃতি বিতরণ করা হয়৷
উক্ত ত্রাণকার্যে এমার্টেলের পক্ষ থেকে অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, কলকাতা ভুক্তি কমিটির পক্ষে ভুক্তিপ্রধান সুনন্দা সাহা, সেবাদলের সদস্যা মণিকাবর্মন প্রমুখ উক্ত ত্রাণকার্যটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন৷