১০০ দিনের কাজের দিনমজুর এখন ব্রোঞ্জজয়ী অ্যাথলিট
দিনমজুরী করে সংসার চালাতেন বাবা৷ সংসার টানতে কখনও ঘরে তৈরি ক্ষোয়া বিক্রি করতেত মা, আজ সেই বাবা-মায়ের সন্তান ব্রোঞ্জজয়ী অ্যাথলিট৷ সবই এখন অতীত৷ যে ছেলের জন্য তাঁর মা-বাবার এত খাটুনি তা আজ সার্থক হয়েছে৷ উত্তরপ্রদেশের সেই রামবাবুর এখন একটাই পরিচয় হয়েছে যে সে একজন অ্যাথলিট৷ বাণিজ্য সফল সিনেমার চিত্রনাট্যের মতোই যেন গতি বদলে গেছে তার জীবনের৷ হতদরিদ্র পরিবার থেকে একেবারে তারকার খ্যাতি লাভ করা খুব একটা সহজ কাজ ছিল না রামবাবুর৷