মনে পড়ে
আলিপুর সেন্ট্রাল জেল, ৭ই জুলাই, ১৯৩১
বউদি,
এইমাত্র তোমার চিঠিখানা পাইলাম৷ আমার জীবন কাহিনী জানাইবার সুযোগ হইল না৷ কী-ই বা জানাই বলোতো? আমার সকল কথাই তো তোমাদের বুকে চিরকাল আঁকা থাকিবে৷ তুচ্ছ কালির আঁচড় কি তাহাকে আরও উজ্জ্বল করিয়া তুলিতে পারিবে? আমার যত অপরাধ ক্ষমা করিবে৷ এ জন্মের মত বিদায়৷ তোমার ঠাকুরপো
- Read more about মনে পড়ে
- Log in to post comments