প্রাউটের দৃষ্টিতে আধুনিকতা ও নারী স্বাধীনতা
বর্তমানে সমাজে কিছু ব্যতিক্রমী নারী সংঘটন ছাড়া অধিকাংশরই ভূমিকা কেবল প্রতিবাদী আন্দোলন ও তথা কথিত নারী স্বাধীনতা, আধুনিকতা ইত্যাদি বিষয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে৷ আধুনিকতা মানে যৎসামান্য পোশাক পরে শরীর দেখানোর ধৃষ্টতা নয়৷ আধুনিকতা মানে ড্রাগের নেশায় বা মদ খেয়ে বেহেড মাতাল হয়ে বার, ডিস্কোথেক ও নাইট ক্লাব ইত্যাদিতে অশ্লীলভাবে উদ্দাম নাচা নয়, বেলেল্লাপনা নয়৷ আধুনিকতা মানে নয় অবাধ যৌনাচারও৷ আধুনিকতা মানে অন্ধবিশ্বাস–কুসংস্কা মুক্ত, যুক্তিসিদ্ধ, বিবেক পরিচালিত, পরিশীলিত ও সংযমী অভিপ্রকাশ যার ভিত্তিভূমি নৈতিকতা, আধ্যাত্মিকতা ও বিশ্বৈকতাবাদ৷ যার প্রভাব সমাজে কখনও ক্ষতিকর ও ধ্বংসাত্মক না হয়ে সর্বদ
- Read more about প্রাউটের দৃষ্টিতে আধুনিকতা ও নারী স্বাধীনতা
- Log in to post comments