প্রভাত সঙ্গীত--- নবজাগরণের সঙ্গীত
১৪ই সেপ্ঢেম্বর প্রভাত সঙ্গীত দিবস৷ ১৯৮২ সালের এই দিনে পরমশ্রদ্ধেয় মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার যিনি ধর্মগুরু শ্রীশ্রীআনন্দমূর্ত্তিজী রূপে সমগ্র বিশ্বে পরিচিত৷ তিনি এই দিন শুরু করেন তাঁর যুগান্তকারী প্রভাত সঙ্গীত রচনা৷ যিনি মাত্র আট বছর এক মাস সাত দিনের মধ্যে ৫০১৮টি প্রভাত সঙ্গীত রচনা করেন ও তাতে নিজেই সুরারোপ পরেন৷ আর তাঁর প্রতিটি সঙ্গীতই ভাব-ভাষা-সুর ও ছন্দে অভিনবত্বের দাবীদার৷
- Read more about প্রভাত সঙ্গীত--- নবজাগরণের সঙ্গীত
- Log in to post comments