আনন্দমার্গ কী বলতে চায়?
মানবসভ্যতা আজকে এক চরম সংকটময় পরিস্থিতিতে এসে পৌঁছেছে৷ কি ধর্ম, কি সংস্কৃতি, কি শিক্ষা, কি অর্থনীতি, কি রাজনীতি–সর্বত্রই আজ চরম নীতিহীনতা ও বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দিয়েছে৷ গোটা সমাজে দেখা দিয়েছে চরম অবক্ষয় ও বিপর্যয৷ বিভিন্ন ক্ষেত্রে অনেক জ্ঞানী–গুণী মানুষ এসেছেন, বিশিষ্ট নেতৃবৃন্দ এসেছেন, অনেক সাধক–সাধিকা এসেছেন, তাঁরা তাঁদের বিশেষ বিশেষ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার জট খোলার চেষ্টা করেছেন বা কিছুটা খুলেছেনও, কিন্তু অনতিকাল পরে দেখা গেছে সমাজের সমস্যা জটিলতর হয়ে উঠেছে৷ সার্বিক সংকট থেকে মানবসভ্যতার উত্তরণ সম্ভব হয়নি৷ গত কয়েক শত বছরের ইতিহাস বিশ্লেষণ করলে আমরা এই জিনিসটাই গভীরভাবে উপলব্ধি করব৷
- Read more about আনন্দমার্গ কী বলতে চায়?
- Log in to post comments