পাঞ্চজন্য
ভুত্তিপ্রধান থাকাকালীন বিভিন্ন প্রয়োজনে মাঝে মাঝেই কোলকাতা যেতে হত এবং কাজের চাপ থাকলে তিলজলা আনন্দমার্গ আশ্রমে রাত্রিবাসও করতে হত, একবার তিলজলা গিয়েছি, রাত্রিতে কাশীশ্বরানন্দদার রুমে থাকার ব্যবস্থা হল, ভোরবেলা প্রাতঃকৃত্য সেরে সকালের হাওড়াগামী প্রথম এস২৪ বাস ধরব বলে প্রস্তুতি নিয়ে দাদার কাছে গিয়েছি বিদায় নেওয়ার জন্য৷ দাদা বললেন পাঞ্চজন্য করে তারপর যাবে৷ আমি বললাম---দাদা ফার্স্ট বাস না পেলে আমার সুকলে পৌঁছাতে দেরী হয়ে যাবে, খুব অসুবিধায় পড়ে যাব, দাদা বললেন---পাঞ্চজন্য করে যাও৷ সব কাজই সুষ্ঠুভাবে হবে, দাদার আদেশ বা পরামর্শ কখনও অমান্য করিনি, অগত্যা পাঞ্চজন্য করে আর কারও সাথে বাক্যালাপ না করে
- Read more about পাঞ্চজন্য
- Log in to post comments