বৃহৎ শিল্প গড়ে সর্বসাধারণের আর্থিক মুক্তি হবে না
গত ৫ ও ৬ই ফেব্রুয়ারী নিউটাউনে বিশ্ববাঙলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ববাঙলা বাণিজ্য সম্মেলন৷ মুখ্যমন্ত্রীর আন্তরিক প্রয়াসে সম্মেলনে শিল্পপতিদের চাঁদের হাট বসেছিল৷ উপস্থিত ছিলেন জে.এস.ডব্লিউ-র সজ্জন জিনদাল, আইটিসির চেয়্যারম্যান সঞ্জয় পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, মুকেশ আমবানী, হর্ষবধন আগরওয়াল ও আরও অনেক৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দিয়ে অনেকেই বাঙলায় বৃহৎ শিল্প গড়ার আগ্রহ প্রকাশ করেছেন৷ আমবানী সহ অনেকে স্বীকার করছেন পশ্চিমবাঙলায় বিনিয়োগ করার এটাই সঠিক সময়৷