করাপ্শন্
কথাটা আজকের নয়৷ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে করাপশনও তার ছায়া সঙ্গী হয়ে চলেছে৷ প্রায় দুই শতাব্দী আগে ব্রিটিশ পার্র্লমেন্টেরিয়ান তথা ঐতিহাসিক লর্ডএ্যাকটন্ একটা কথা বলেছিলেন---‘‘পাওয়ার টেণ্ডস্ টু করাপ্ঢ এ্যাব্সলিউট্ পাওয়ার্ করাপ্ঢ্স্ এ্যাব্সলিউট্লি৷’’ বাংলায় তো একটা প্রবাদই আছে---’ যে যায় লঙ্কায় সে হয় রাবণ’৷ কেবল বর্তমান পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর মানুষ এটা হাড়ে হাড়ে বুঝতে পারছে৷ বিগত কয়েক হাজার বছরের ইতিহাস ঘাটলে দেখা যাবে যে পৃথিবীর প্রায় সব বড়, মেজো, সেজো ও ছোট ছোট সাম্রাজ্য আর রাজবংশ বা সরকার-এর পতন হয়েছে, ইতিহাস থেকে মুছে গেছে কিংবা ধবংস হয়ে গেছে কিংবা ধবংস হয়ে গেছে
- Read more about করাপ্শন্
- Log in to post comments