ভারতে বাঙালী---বিদেশী তকমা মুক্তির পথ বাঙালীস্তান
অসমে বাঙালীকে বিদেশী বানিয়ে ডিটেনশন ক্যাম্পে ভরে নরক যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেয়াটা আজ দৈনন্দিনকার ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ কয়েক দিন আগে চন্দ্রধর দাস নামে একজন ১০৪ বছরের বাঙালী বৃদ্ধ নাগরিকত্বের জন্য লড়াই করতে করতে মৃত্যুর মুখে পড়লেন৷ দু’বছর আগে তাঁকে বিদেশি বলে ডিটেনশন ক্যাম্প থেকে মুক্তি দেওয়া হয়৷ কিন্তু নাগরিক হীনতার জ্বালা থেকে তিনি মুক্তি পান নি৷ শতার্ধ বৃদ্ধকেও মামলা লড়ে যেতে হয়েছে নাগরিকত্ব পাওয়ার আশায়৷ ডিটেনশন ক্যাম্পের বন্দিদশা থেকে সে জ্বালা কিছু কম নয়৷ শ্রীদাসের জীবদ্দশায় ইচ্ছে ছিল ভারতীয় হয়ে ডিটেনশন ক্যাম্পের বাইরে গিয়ে খোলা আকাশের নিচে দাঁড়াবে৷ তার দীর্ঘস্বাসের পরিণতি কী তাহ