July 2022

আনন্দনগরে যোগ দিবস পালন

গত ২১শে জুন ২০২২ আন্তর্র্জতিক যোগদিবস আনন্দনগরের ফুটবল কোচিং সেন্টার, আনন্দমার্গশিশুসদন্,আনন্দমার্গ গার্লস কলেজ ও আনন্দমার্গ স্কুল, মাতৃস্নেহ,শ্যামপুুরে পালিত হয়েছে৷ প্রসঙ্গতঃ আনন্দমার্গ স্কুলে প্রতিদিন নিয়মিতভাবে আধ্যাত্মিক যোগের অনুশীলন করানো হয়ে থাকে৷

ৰাৰা স্মৃতি শৌধে অখণ্ডকীর্ত্তন

গত ১৯শে জুন ২০২২ আনন্দনগর বাবা স্মৃতি শৌধে মাসিক তিনঘন্টা অখণ্ড ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ কীর্ত্তন ও নারায়ণ সেবা সুসম্পন্ন হয়েছে৷ অনুষ্ঠানের শুরুতে প্রভাতসঙ্গীত পরিবেশিত হয়৷ উপস্থিত সকল দাদা-দিদি ও মার্গী ভাইবোনেরা তিনঘন্টা আধ্যাত্মিক পরিবেশে স্বর্গীয় আনন্দে অতিবাহিত করেন৷

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে সফল ছাত্র ছাত্রাদের সম্বর্ধনা

২২শে জুন পূর্বমেদিনীপুর জেলার রামনগর বাঘমারীতে ২০২২-এ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সফল ছাত্র-ছাত্রাদের আনন্দমার্গ প্রচারক সংঘের স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে পঞ্চাশজন ছাত্রছাত্রাকে সম্বর্ধনা দেওয়া হয়৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত ও বিশিষ্ট আনন্দমার্গী সুভেন্দু ঘোষ, বীরেশ্বর মাইতি প্রমুখ৷ উপস্থিত সকল ছাত্র-ছাত্রাদের হাতে স্থানীয় ইয়ূনিটের পক্ষ থেকে  পুষ্পস্তবক, পেন,একটি ফাইল ও মিষ্টির প্যাকেট দেওয়া হয়৷ বর্তমান শিক্ষা ব্যবস্থায় অরাজকতা ও আনন্দমার্গের নব্যমানবতাবাদী শিক্ষা বিষয়ে বক্তব্য রাখেন শুভেন্দু ঘোষ বীরেশ্বর মাইতি ও আচার্য মন্ত্রসিদ্ধানন্দ অবধূত৷

পূর্ব মেদিনীপুরে কাঁথি মহকুমায় অখণ্ড কীর্ত্তন

পূর্বমেদিনীপুরে কাঁথি মহকুমায় আনন্দমার্গের বাগমারী ইয়ূনিটে কৃষ্ণা দাস ও কালীপদ দাসের বাসভবনে ৬ই জুন ৩ঘন্টা অখণ্ড বাবা নাম কেবলম্‌ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ এই উপলক্ষ্যে নারায়ণ সেবারও আয়োজন করা হয়েছিল

গত ১৬ই জুন কাঁথি শহরে বিশিষ্ট আনন্দমার্গী শুভেন্দু ঘোষ ও সোমা ঘোষের বাসগৃহে তিন ঘন্টা অখণ্ড কীর্ত্তন ও নারায়ণ সেবার আয়োজন হয়েছিল৷

মার্গীয় বিধিতে গৃহপ্রবেশ

গত ২৩শে জুন,২০২২ টাটুয়াড়া গ্রাম নিবাসী শ্রীকরম কুমার কর্তৃক নবনির্মিত বাসভবনের আনন্দমার্গ চর্যাচর্য বিধি অনুযায়ী প্রতূ্যষে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয়েছে৷ এই উপলক্ষ্যে ৬ ঘন্টা ‘‘ৰাৰা নাম কেবলম্‌’’ অখণ্ড নাম সংকীর্ত্তন, নারায়ণ সেবা ও নগর কীর্ত্তনের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে আনন্দনগরের সন্ন্যাসী দাদা, দিদি মার্গীভাইবোন  ও করম কুমারের আত্মীয় স্বজন উপস্থিত ছিল৷

মার্গীয় বিধিতে অন্নপ্রাশন ও নামকরণ

৮ই জুন মেদিনীপুর শহরের অনতিদূরে খয়েরুল্লাচক গ্রামে হরিপ্রসন্ন শিবানী চৌধুরী বাড়ীতে তাদের পুত্র ও পুত্রবধু শঙ্খ-আগমনীর প্রথম পুত্র কৌশিকের নামকরণ ও অন্নপ্রাশন অনুষ্ঠান মার্গীয় বিধিমতে অনুষ্ঠিত হয়৷ আচার্য নিত্যনবীনানন্দ অবধূতের পৌরোহিত্যে এই অনুষ্ঠানে আচার্য সন্দৃপ্তানন্দ অবধূত, আচার্য সম্বোধিব্রহ্মাচারিণী, শুভাশিস সাউ কল্পনা গিরি, অপর্ণা দত্ত, শোভা দাস, পারুলবালা সাধু, কাজল পলমল, মিলন দাস, সুনির্মল প্রতিহার, অসিত দত্ত সহ অনেক আনন্দমার্গী উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান শেষে সকলকে প্রীতিভোজে আপ্যায়িত করা হয়৷

শিলচরে এ্যামার্টের ত্রাণ

জলের তলায় শিলচর শহর সহ কাছাড় জেলার বিস্তীর্ণ অঞ্চল৷ সাম্রতিক বন্যায় অসমের বিস্তীর্ণ অঞ্চল ডুবেছে৷ ৩০টারও অধিক জেলা বন্যার কবলে৷ তবে সবথেকে দুরাবস্থা বরাকভ্যালির কাছাড় জেলা৷ আনন্দ ইয়ূনিবার্র্সল রিলিফ টীম ও রিলিফ টীমের মহিলা বিভাগের পক্ষ থেকে বন্যা বিধবস্ত কাছাড় জেলায় ব্যাপক ত্রাণ বিতরণ করা হচ্ছে৷ সুভাষনগর, কালিবাড়ি স্কুল, রামকৃষ্ণ স্কুল, রবীন্দ্রসদন কলেজ,নয়া গ্রাম প্রভৃতি অঞ্চলে গত কয়েকদিন ধরে আনন্দমার্গের রিলিফ টীমের পক্ষ থেকে ব্যাপক ত্রাণ সামগ্রী বিলি করা হচ্ছে৷ এই সব ত্রাণ সামগ্রীর মধ্যে আছে রান্না করা খাবার ও সাবান, বিস্কুট, দুধ, মোমবাতি,দেশলাই ইত্যাদি নানা নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী৷

হাওড়ায় যোগদিবস উদযাপন

গত ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবসে হাওড়া জেলার আমতা, বাগনান,দক্ষিণ চাঁদচক আনন্দমার্গ স্কুলে ও আন্দুল মৌড়ী আশ্রমে ও জেলার বিভিন্ন ইয়ূনিটে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়৷

আমতা আনন্দমার্গ স্কুলের ছাত্র-ছাত্রাদের ও অভিভাবকদের উপস্থিতিতে স্কুলের প্রধান শিক্ষক লক্ষ্মীকান্ত হাজরা, অবধূতিকা আনন্দ রত্নদীপা আচার্যা, অবধূতিকা আনন্দ রসপ্রজ্ঞা আচার্যা, ডি.এস.এল অবধূতিকা আনন্দ কৃষ্ণপ্রভা আচার্যা প্রমুখ যোগের তাৎপর্য ব্যাখ্যা করেন ও কৌষিকী নৃত্য সহ বেশ কয়েকটি আসন প্রদর্শন করেন ও তাদের উপকারিতা ব্যাখ্যা করেন৷

মেদিনীপুরে যোগ দিবস

গত ২১শে জুন মেদিনীপুর আনন্দমার্গ প্রচারক সংঘের পক্ষ থেকে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়৷ মেদিনীপুর সদর ব্লকের মালবান্দি অনুশীলন কোচিং সেন্টারে শারীরিক, মানসিক ও আত্মিক বিকাশে যোগের প্রয়োজনের ওপর আলোচনা করেন ও কয়েকটি আসন প্রশিক্ষণ দেন সৌমিত্র পাল, রাজীব প্রতিহার, অনিমেষ মাহাত, প্রমুখ৷ শ্রীমতি শিউলি প্রতিহার কৌষিকী নৃত্য প্রশিক্ষণ দেন ও এর উপকারিতা ব্যাখ্যা করে বক্তব্য রাখেন৷

মার্গীয় বিধিতে শ্রাদ্ধানুষ্ঠান

মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁইপুর গ্রামের প্রবীন আনন্দমার্গী শ্রী সুধাময় পালের মা স্বর্গীয়া কৃষ্ণভাবিণী পালের শ্রাদ্ধানুষ্ঠান মার্গীয় পদ্ধতিতে আজ ১৩ই জুন, সোমবার নিজ বাসভবনে আত্মীয় পরিজন, গ্রামবাসী ও মার্গী দাদা দিদিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়৷ সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ‘‘বাবা নাম কেবলম্‌’’ কীর্ত্তন অনুষ্ঠিত হয়৷ মিলিত ঈশ্বর প্রণিধানের পর স্বাধ্যায় পাঠ করেন শ্রীমতী শিউলি নায়েক প্রতিহার৷ শ্রাদ্ধানুষ্ঠান পরিচালনা করেন আচার্য শিবপ্রেমানন্দ অবধূত৷ মৃত্যু ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে তার ব্যাখ্যা ও মার্গীয় পদ্ধতি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন শ্রী রঞ্জিত ঘোষ, অসিত কুমার দত্ত ও আচার্য শিবপ্রেম